মহামারি করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার পর ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দভ্য এমন তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, ভারতে এখন পর্যন্ত ৪৫ হাজার ৩৭৪ জনের ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে।
প্রধানত করোনায় আক্রান্ত ব্যক্তিরাই ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের শিকার। এই ফাঙ্গাসটি নাক, চোখ কিংবা মস্কিস্কে সংক্রমণ ঘটায়। আক্রান্ত ব্যক্তির চোখ তুলে না ফেললে তাকে বাঁচানো অনেক সময় মুশকিল হয়ে পড়ে। চিকিৎসকদের মতে, করোনার চিকিৎসার জন্য যেসব ওষুধ ব্যবহার করা হয়, তার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ হতে পারে।
ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ সবচেয়ে বেশি হচ্ছে মহারাষ্ট্র ও গুজরাটে। এই দুই রাজ্যে এক হাজার ৭৮৫ জন এই ছত্রাকটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বেঙ্গালুরুর চক্ষু সার্জন ড. রঘুরাজ হেগড়ে বিবিসিকে জানিয়েছেন, ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা অনেক বেশি কমিয়ে দেখানো হয়েছে।