আফগানিস্তানে ৪.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভারতের ভূবিদ্যা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সেসমোলোজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আজ ভোর ৪টা ৫ মিনিটে আফগানিস্তানে এ ভূমিকম্প আঘাত হানে। তবে এ ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কম্পনটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এ নিয়ে গত এক সপ্তাহে তৃতীয়বারের মতো কেঁপে উঠল আফগানিস্তান।
এর আগে গত বৃহস্পতিবার ফায়জাবাদে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এটির উৎপত্তি ছিল ফায়জাবাদের মূল কেন্দ্র থেকে ২৬৫ কিলোমিটার দূরে ।
এরপর গত রোববার ফায়জাবাদেই ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিলো ফায়জাবাদের উত্তর-পূর্ব দিক থেকে ২৭৪ কিলোমিটার দূরে।
এদিকে তুরস্কের দক্ষিণাঞ্চলে সোমবার ফের ভূমিকম্প হয়। দেশটির মালত্য প্রদেশের ইয়েসিলিউর্টে ৫ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্প হয়। আগের দিন রোববারও দেশটির মধ্য আনাতোলিয়ান অঞ্চলের নিগদে প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়।
গত ৬ ফেব্রুয়ারি শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হয় তুরস্ক ও সিরিয়া। ওই ঘটনায় দেশ দুটিতে এখন পর্যন্ত ৫০ হাজারের অধিক মানুষের প্রাণহানি ঘটে।
এছাড়া গত রোববার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন অঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, শক্তিশালী এ ভূমিকম্প ভূপৃষ্ঠের ৬৫ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়।