মাগুরার জোড় মাথার সেই নবজাতকের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। নবজাতকটি মারা গিয়েছেলো ঢাকা মেডিক্যাল হাসপাতালে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নবজাতকের বাবা পলাশ মোল্যার বাড়ির পাশে জানাজার নামাজ শেষে একই এলাকার কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, শিশুটির মৃত্যুর খবর পাওয়ার পরপরই তিনি দাফনের সকল প্রস্তুতি গ্রহণ করেন।
জানাজায় জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ স্থানীয় লোকজন চার শতাধিক লোকজন অংশ নেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার জগদল গ্রামের দমদমা পাড়ার দরিদ্র কৃষক পলাশ মোল্যার স্ত্রী সোনালি বেগম (৩০) বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর জন্ম দিয়ে বিপাকে পড়েন। অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বললেও অর্থের অভাবে নেওয়া সম্ভব হচ্ছিল না। পরে আজ মাগুরা -২ আসনেরর সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়ে ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেন।
উন্নত চিকিৎসার জন্য মাগুরা থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর গতকাল বুধবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৯টার দিকে শিশুটির মৃত্যু হয়। রাত পৌনে ১১টার দিকে ঢাকা থেকে অ্যামবুলেন্সযোগে ঢাকা থেকে রওনা হয়ে আজ ভোর পৌনে ৫টার দিকে লাশ বাড়িতে পৌঁছায়।