ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরের বাসিন্দা কেএস শ্রীনিবাস রাও। তার বয়স ৭০। তিনি এয়ার ইন্ডিয়ার সাবেক কর্মকর্তা। অভাবী ও সাহায্য প্রার্থীদের সহায়তায় তিনি সব সময় উদার। চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকে বিভিন্ন মানবসেবার ইচ্ছা থেকে ছুটে চলেছেন দেশের বিভিন্ন প্রান্তে।
এ করোনা মহামারিতে যখন যেখানে কারো প্রয়োজন পড়েছে, সাইকেল নিয়ে তার কাছে ছুটে যাচ্ছেন শ্রীনিবাস।
শ্রীনিবাস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সাইকেলের প্রতি আকর্ষণ এবং মানবসেবার প্রতি দুর্বলতা আমার বেশ আগে থেকেই। চাকরি থেকে অবসরের পর আমি মানবসেরার ইচ্ছা পূরণে কাজ করছি।’
তিনি আরো বলেন, ‘করোনা পরিস্থিতি যখন ভয়ঙ্কর হলো, তখন আমি হায়দ্রাবাদ রিলিফ রাইডার্স নামের একটি সংগঠনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। সংগঠনটি সাইকেল চালানো এবং মানবসেবায় উদ্বুদ্ধ করে। তারা করোনা মহামারিতে জরুরি প্রয়োজনে মানুষের দোরগোড়ায় খাবার ও ওষুধ পৌঁছে দিতে কাজ করছে।’
শ্রীনিবাস মানবসেবায় এগিয়ে আসতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি, পরিবেশের কথা চিন্তা করে যতটুকু সম্ভব কাছাকাছি গন্তব্যের জন্য ইঞ্জিনচালিত গাড়ি পরিহার করে সাইকেল ব্যবহারের পরামর্শ দিয়েছেন।