মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিক রায়হান কবির দেশে ফিরেছেন।অভিবাসীদের নিয়ে সাক্ষাৎকার দিয়ে তিনি সেখানে গেপ্তার হয়েছিলেন।
শুক্রবার (২১ আগস্ট) রাত ১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রায়হান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে নিশ্চিত করেছেন রায়হান কবিরের বাবা শাহ আলম।
গত ২৪ জুলাই মালয়েশিয়াতে রায়হান কবিরকে গ্রেপ্তার করা হয়। ১৪ দিন জিজ্ঞাসাবাদের পর ৬ আগস্ট পুলিশ তাকে আদালতে হাজির করে আবারো ১৪ দিনের রিমান্ড আবেদন করে। আদালত ১৩ দিন মঞ্জুর করেন। বুধবার (১৮ আগস্ট) রিমান্ড শেষ হওয়ার পর পুলিশ জানায়, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এরপরেই ইমিগ্রেশন পুলিশ তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।
এরপর মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় তার বিমানের টিকিট করা হয়। শুক্রবার (২১ আগস্ট) সকালে রায়হানকে জানানো হয়, রাতেই তাকে দেশে ফেরত পাঠানো হবে। এর আগেই রায়হানের লাগেজসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে আনা হয়।