ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোস্তাফিজুর রহমানকে ঢাকা থেকে উড়িয়ে নিতে সে কী তোড়জোর দিল্লি ক্যাপিটালসের। চাটার্ড ফ্লাইটে বাংলাদেশি পেসার উড়ে যায়। গিয়ে মাঠে না নামলেও তাকে খেলানোর জন্য প্রস্তুত করেছিল রিকি পন্টিংরা।
বাঁহাতি পেসার সুযোগও পেয়েছিলেন। কিন্তু দুই ম্যাচেই ছিলেন বিবর্ণ। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে রান খরচ করেছেন। রানও দিয়েছেন বেহিসেবী। প্রথম ম্যাচে ১ উইকেটে ৩৮ রান দেয়ার পর দ্বিতীয় ম্যাচে ৪১ রানে ছিলেন উইকেটশূন্য। এরপর আর সুযোগ মেলেনি। ডাগআউট আর অনুশীলন হয়ে গেছে ঠিকানা।
বিবর্ণ মোস্তাফিজ নিজের অফফর্ম টেনে বড় করছেন দীর্ঘদিন ধরেই। ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজে বাজে পারফরম্যান্সের কারণে বাদও পড়েছিলেন। কোচ চন্ডিকা হাথুরুসিংহে তার পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্ট ছিলেন না বলে শোনা যায়। তবে আইপিএলে মোস্তাফিজ সুযোগ না পাওয়ায় তাকে আউট অব ফর্ম বলতে নারাজ বাংলাদেশের কোচ।
সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মোস্তাফিজের বিষয়ে বলেছেন, ‘(মোস্তাফিজ) আউট অব ফর্ম! কেউ যখন না খেলে, তখন বলা খুব কঠিন যে, সে ফর্মে আছে বা ফর্মে নেই। সে (সাম্প্রতিক সময়ে) খুব বেশি খেলেনি। এখানে সে যখনই খেলেছে, ভালো করেছে, দলের হয়ে কাজটা করেছে। তো সে ফেরার পর আমাকে দেখতে হবে কেমন পারফর্ম করে।’
এদিকে লিটন দাসও ছিলেন আইপিএলের সফরে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এক ম্যাচ খেলেই থেমে গেছে তার সফর। রান তো পান-ই নি উল্টো কিপিংয়ে দাঁড়িয়ে সহজ সুযোগ হাতছাড়া করে দলকে জয়বঞ্চিত করেছেন। এরপর আর সুযোগ মেলেনি। শুক্রবার আইপিএল ছেড়ে দেশে ফিরে আসেন হুট করে।
জরুরি পারিবারিক কারণে লিটন ফিরে এসেছেন বলে শোনা যাচ্ছে। তার ফেরা নিয়ে হাথুরুসিংহে বেশি কিছু বলতে পারলেন না, ‘কিছুক্ষণ আগে ম্যানেজারের মাধ্যমে জানতে পারলাম যে লিটন ফিরে এসেছে। এই মুহূর্তে আমার কাছে ওর ব্যাপারে বেশি তথ্য নেই।’