যুক্তরাজ্যে দৈনিক মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। তবে আক্রান্তদের কেউই পশ্চিম আফ্রিকায় সফর করেননি। রোববার যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।
শুক্রবার যুক্তরাজ্যে মাঙ্কিপক্সে আক্রান্ত ২০ জনকে শনাক্তের কথা জানানো হয়েছিল। নতুন করে কত জন আক্রান্ত হয়েছে সেই সংখ্যা সোমবার জানানোর কথা বলেছে কর্তৃপক্ষ।
যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার প্রধান মেডিকেল উপদেষ্টা সুসান হপকিন্স বলেছেন, ‘আমরা এমন ঘটনা খুঁজে পাচ্ছি যেগুলির সাথে পশ্চিম আফ্রিকার কোনও ব্যক্তির সংস্পর্শে যাওয়ার রেকর্ড নেই, যা আমরা এই দেশে আগে দেখেছি। আমরা প্রতিদিন নতুন আক্রান্ত শনাক্ত করছি।’
মাঙ্কিপক্সে আক্রান্ত এক জন আইসিউতে ছিলেন এমন খবরের বিষয়টি অস্বীকার করেছেন সুসান। তবে প্রাদুর্ভাবটি শহরাঞ্চলে সমকামী বা উভকামী পুরুষদের মধ্যে কেন্দ্রীভূত বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘সাধারণ জনসংখ্যার ঝুঁকি এই মুহুর্তে অত্যন্ত কম এবং আমি মনে করি লোকেদের এটি সম্পর্কে সতর্ক হওয়া দরকার।’
যুক্তরাজ্যে গত ৭ মে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি শনাক্তের কথা জানানো হয়েছিল। আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি নাইজেরিয়া ভ্রমণ করেছিলেন।