ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার আক্রমণ থেকে তার দেশকে রক্ষা করার জন্য মার্কিন আইন প্রণেতাদের আরো বেশি কিছু করার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের আকাশ রক্ষার জন্য তিনি নো ফ্লাই জোন ঘোষণার অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রকে।
বুধবার মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে তিনি এ অনুরোধ জানিয়েছেন।
ভার্চুয়ালি দেওয়া ভাষণে জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনের আকাশকে রাশিয়া হাজার হাজার মানুষের মৃত্যুর উৎসে পরিণত করেছে।’
ইউক্রেনে রুশ হামলার পর থেকে ন্যাটো ও যুক্তরাষ্ট্রকে নো ফ্লাই জোন ঘোষণার অনুরোধ জানিয়েছেন জেলেনস্কি। তবে তার এই অনুরোধে কেউ সাড়া দেয়নি। বুধবার মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে আবারও সেই অনুরোধ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
তিনি বলেছেন, ‘মানুষকে বাঁচাতে ইউক্রেনে নো-ফ্লাই জোন ঘোষণা কি অনেক বড় চাওয়া? এটা কি খুব বেশি?’
মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের উদ্দেশে জেলেনস্কি বলেন,‘আমি প্রত্যাশা আপনি বিশ্বনেতা হবেন। বিশ্বের নেতা হওয়ার অর্থ শান্তির নেতা হওয়া।’
মার্টিন লুথার কিংয়ের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, ‘আমার একটি স্বপ্ন আছে। এই কথাগুলো আজ আপনাদের প্রত্যেকেরই জানা। আমি বলতে পারি: আমার একটি প্রয়োজন আছে। আমার প্রয়োজন আমাদের আকাশ রক্ষা করা।’