মিয়ানমারের সেনাবাহিনী ২০১৭ সালে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালায়নি। বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র এমন দাবি করেছেন।
২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, ধর্ষণ ও তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে মিয়ানমারের সেনাবাহিনী। জাতিসংঘের তদন্তকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, ‘গণহত্যার উদ্দেশ্যে’ সেনাবাহিনী রোহিঙ্গাদের হত্যা ও গণধর্ষণ করেছিল। সেনাদের হাতে অন্তত ছয় হাজার ৭০০ রোহিঙ্গা নিহত হয়েছে বলে জানিয়েছে অধিকার গ্রুপ ডক্টর্স উইদাউট বর্ডার। মিয়ানমারের সেনাবাহিনীর এই দমন-পীড়নকে সোমবার গণহত্যা বলে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মুখপাত্র জ মিন তুনের কাছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের ব্যাপারে জানতে চাওয়া হয়।
তিনি দাবি করেন, রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালায়নি সেনাবাহিনী। তবে ব্যক্তিগত পর্যায়ে সেনাদের হাতে কিছু অপরাধ ঘটে থাকতে পারে।