লন্ডন থেকে সিলেটে আসা যাত্রীদের মধ্যে ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চারদিন সিলেটের বিভিন্ন হোটেলে তারা কোয়ারেন্টাইনে ছিলেন, পরে করোনা পরীক্ষায় পজিটিভ আসায় তাদেরকে খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের এই সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘গেল ২১ জানুয়ারি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের বিজি-২০২ ফ্লাইটযোগে ১৫৭ জন যাত্রী সিলেটে আসেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিমানবন্দর থেকে তাদের সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধানে সিলেটের বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।’
‘চার দিন কোয়ারেন্টাইনে থাকার পর সরকারি নির্দেশনা অনুসারে গত ২৪ জানুয়ারি সকল যাত্রীর নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর এদের মধ্যে ২৮ জন যাত্রীর করোনা পজিটিভ হয়।’
তিনি আরো জানান, করোনা পজিটিভ শনাক্ত হওয়া যাত্রীদের মধ্যে ১৫ জন হোটেল নুরজাহানে, ৫ জন ব্রিটানিয়ায়, ৪ জন হলিগেইটে, ৩ জন লা রোজে এবং হলিসাইডে একজন অবস্থান করছিলেন। পরে তাদেরকে শহরতলীর খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক পরিস্থিতি নজরদারিতে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।