নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তিনি ফুসফুসের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৬ জুলাই) সকালে ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন বিষয়টি নিশ্চিত করেন।
সুলতানা পারভীন বলেন, ‘ইসরাফিল আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কিছু দিন চিকিৎসার পর করোনা নেগেটিভ রিপোর্ট আসে তার। তবে শারীরিক অসুস্থতা বাড়ায় গত ৬ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে গত ১২ তারিখে বাসায় ফিরে আসেন।
গত ১৭ জুলাই তার কাশির সঙ্গে রক্ত আসে। ওইদিনে আমরা তাকে আবারো স্কয়ার হাসপাতালে ভর্তি করাই। ২৪ জুলাই রাতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তার শ্বাসকষ্ট হচ্ছে, ভেন্টিলেশনে রাখতে হবে। গতকাল থেকে তিনি ভেল্টিনেশনে আছেন।’
তিনি আরো জানান, এমপি ইসরাফিল আলমের অবস্থা সংকটাপন্ন। তার জন্য নওগাঁর সংসদীয় আসনের মানুষসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সুলতানা পারভীন।