ভ্রমণ নিষেধাজ্ঞার লাল তালিকা থেকে ১১ দেশকে বাদ দিলো যুক্তরাজ্য। স্থানীয় সময় বুধবার ভোর ৪টা থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি।
লাল তালিকা থেকে বাদ পড়া দেশগুলো হচ্ছে-, অ্যাঙ্গোলা, বতসোয়ানা, এসওয়াতিনি, লিসোথো, মালাউই, মোজাম্বিক, নামিবিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।
দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তের পর নভেম্বরের শেষ দিকে এই ১১ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ জানিয়েছেন, ওমিক্রন ভ্যারিয়েন্ট এতোটাই ব্যাপকভাবে ছড়িয়েছে যে, এখন এই ভ্রমণ নিষেধাজ্ঞা অর্থহীন।
তিনি বলেছেন, ‘বর্তমানে যুক্তরাজ্যে কমিউনিটি সংক্রমণ আছে এবং ওমিক্রন সারাবিশ্বে এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে, ভ্রমণের লাল তালিকা এখন বিদেশ থেকে ওমিক্রনের প্রবেশের গতি ধীর করতে কম কার্যকর। …যদিও আমরা আন্তর্জাতিক ভ্রমণের জন্য আমাদের অস্থায়ী পরীক্ষার ব্যবস্থা বহাল রাখব, আমরা আগামীকাল ভোর ৪টা থেকে ভ্রমণের লাল তালিকা থেকে ১১টি দেশকে প্রত্যাহার করব।’