সম্পর্ক ডেস্ক:নিউজিল্যান্ডে করোনাভাইরাস পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তুলে নেয়া হয়েছে লকডাউন। কিন্তু এ ভাইরাসের জেরে লকডাউনে দেশটির পর্যটন খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। দেশটির অর্থনীতিতে পর্যটন থেকে আসে ১০ শতাংশ অর্থ। পর্যটন শিল্প এই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কিন্তু করোনার কারণে আগামী কয়েক মাস দেশটিতে বিদেশি পর্যটকদের যাওয়ার সম্ভাবনা খুবই কম। এমন অবস্থায় পর্যটন চাঙা করতে দেশের মানুষকেই ভ্রমণের সুযোগ দেয়ার কথা ভাবছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আভাস দিয়েছেন যে, দেশে ছুটির বিধান হবে তিন দিন। অর্থাৎ কোনও সংস্থার কর্মীকে সপ্তাহে মাত্র চারদিন কাজ করতে হবে।