তথ্য-প্রযুক্তির এই যুগে মানুষ তার জীবনসঙ্গী খোঁজার উপায় পরিবর্তন করেছে। তবে সংবাদপত্রে প্রকাশিত বিয়ের পাত্র খোঁজার কিছু বিজ্ঞাপন অদ্ভুত বিষয়বস্তুর জন্য ইন্টারনেটে নজর কেড়েছে। এবার এমনই এক বরের বিজ্ঞাপন টুইটারে ভাইরাল হয়েছে।
ওই বিজ্ঞাপনে বলা হয়েছে, বরকে অবশ্যই আইএএস/আইপিএস হতে হবে; কর্মরত ডাক্তার (পিজি); শিল্পপতি/ব্যবসায়ী হতে হবে। বিজ্ঞাপনটির শেষে একটি বিশেষ নির্দেশনা রয়েছে। তাতে লেখা আছে, ‘সফটওয়্যার ইঞ্জিনিয়াররা দয়া করে ফোন করবেন না।’
ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি রীতিমতো ভাইরাল হয়েছে।
এক ব্যক্তি পোস্টটির নিচে লিখেছেন, ‘চিন্তা করবেন না। ইঞ্জিনিয়াররা সংবাদপত্রের বিজ্ঞাপনের উপর নির্ভর করে না। তারা নিজেরাই সব খুঁজে নেয়।’
একই রকম প্রতিক্রিয়া ব্যক্ত করে আরেকজন লিখেছেন, ‘সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আজকাল অনলাইনে সবকিছু অনুসন্ধান করে (বধূসহ)। তাই এই বিজ্ঞাপনী পোস্টারে তাদের নিয়ে চিন্তা করতে হবে না। তারা যেভাবেই হোক সংবাদপত্রের বিজ্ঞাপনের দিকে তাকাবে না।’