পায়ের আঘাতজনিত সমস্যার কারণে চট্টগ্রাম টেস্টের মাঝপথেই মাঠের বাইরে সাকিব আল হাসান। টেস্টের শেষ দিন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে যেভাবে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতে গেল, তাতে সাকিব আল হাসানকে সবাই মিস করেছে খুব বেশি। কারণ, হয়তো সাকিব পুরোপুরি খেলতে পারলে এই টেস্ট এভাবে হারতে হতো না বাংলাদেশকে।
মূলত ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কুঁচকিতে চোট পেয়েছিলেন সাকিব। ডাক্তারি পরীক্ষায় সেসময় কোনো সমস্যা না ধরা পড়ায় চট্টগ্রাম টেস্টে খেলতে নামেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।টেস্টের প্রথম ইনিংসে ৬৮ রানও করেন সাকিব। পরে বল হাতে ৬ ওভার হাত ঘুরালেও দ্বিতীয় দিনের শেষে কুঁচকির ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় তাকে। তবে পরে আর মাঠে নামা হয়নি তার।ইনজুরির কারণে কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হয়, সেটাও নিশ্চিত নয়।