সম্পর্ক ডেস্ক:- সাপোটার্স অব বাংলাদেশ ফুটবল (এসবিএফ) ৩০০ জন অসহায় মানুষকে দুপুরে রান্না করা খাবার প্রদান করেছে।২৬শে মার্চ ছিল সাপোটার্স অব বাংলাদেশ ফুটবলের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী। সংগঠনের জন্মদিনে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল তাদের; কিন্তু মহামারী করোনাভাইরাসের সব কিছু বিপর্যস্ত হয়ে যাওয়া প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কার্যক্রম স্থগিত করে দেয়া হয়। প্রতিষ্ঠা বার্ষিকী পালনের বাজেটের টাকায় বাফুফের দৈনিক ৩০০ জনের একবেলা খাবার বিতরণ কর্মসূচিতে প্রদান করা হয়।
করোনাভাইরাসের কারণে সরকার সব কিছু বন্ধ ঘোষণার পর যে সব দিনমজুর একবেলার খাবার সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন তাদের জন্য এক সপ্তাহেরও বেশি সময় ধরে খাবার সরবরাহ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রতিদিন দুপুরে তারা ৩০০ অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন।
বাফুফের এই উদ্যোগের সঙ্গে এর আগে সম্পৃক্ত হয়েছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে, সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস এবং জাতীয় দল এবং আবাহনীর কৃতি মিডফিল্ডার সোহেল রানা।