পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরের হাসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন ও হোগলাডাঙ্গী থেকে পদ্মানদী পর্যন্ত নির্মাণাধীন রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, পাবনা-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির এ দু’টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী, আনোয়ার হোসেন আয়নাল প্রমুখ।
উপজেলা প্রকৌশল বিভাগ জানায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে হাসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ এবং এক কোটি ৯ লাখ ২৯ হাজার ৭৮৫ টাকা ব্যয়ে হোগলাডাঙ্গী থেকে পদ্মা নদী পর্যন্ত রাস্তা পাকাকরণের কাজ হচ্ছে।
এছাড়াও একইদিন সাংসদ ফিরোজ কবির সুজানগর উপজেলার বেশ কয়েকটি নির্মাণাধীন রাস্তার নির্মাণকাজ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
সাংসদ আহমেদ ফিরোজ কবির এসময় সাংবাদিকদের বলেন, “প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকার চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা হচ্ছে। শিক্ষার সুন্দর পরিবেশ দিতে স্কুলভবন নতুন করে তৈরি করা হচ্ছে। আমি এ এলাকার উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তা করার চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে বেশকিছু উন্নয়ন কাজ চলমান রয়েছে। বাঁকী কাজগুলো অতি দ্রুত করার চেষ্ট করছি।