সৌদি আরবে শুক্রবার ১৪৪৩ হিজরির রমজানের চাঁদ দেখা গেছে। সে হিসেবে শনিবার (২ এপ্রিল) থেকে দেশটিতে শুরু হচ্ছে রোজা।
শুক্রবার (১ এপ্রিল) সৌদি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এদিকে ২০১৯ সালের পর এবারই প্রথম সৌদি আরবে রমজান মাসে করোনাভাইরাসের বিধিনিষেধ থাকছে না। শুক্রবার দেশটির গুরুত্বপূর্ণ দুই মসজিদে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদুল নববীতে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতিতে তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসলিম উম্মাহ ও বিশ্ব ব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য মহান স্রষ্ঠার কাছে দোয়া করেন মুসল্লিরা।
গাল্ফ নিউজের খবরে বলা হয়েছে, এ বছর রমজানের চাঁদ প্রথম দেখা যায় অস্ট্রেলিয়ায়। এরপর দেখা যায়, সৌদি আরবে। নতুন চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে শুক্রবার ছিল শাবান মাসের শেষ দিন। ফলে সৌদিতে শনিবার শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।
এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখেবে আফগানিস্তান, আলবেনিয়া, আর্মেনিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, বলিভিয়া, বুলগেরিয়া, বুরকিনা ফাসো, চেচনিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, জর্জিয়া, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইরাক, ইতালি, জর্ডান, কাজাখস্তান, কুয়েত কিরগিজস্তান, লেবানন, মৌরিতানিয়া, নেদারল্যান্ডস, ফিলিস্তিন, কাতার, রোমানিয়া, রাশিয়া, সিঙ্গাপুর, সুদান, সুইডেন, সুইজারল্যান্ড, সিরিয়া, তাইওয়ান, তাজিকিস্তান, তাতারস্তান, টোগো, তুর্কমেনিস্তান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, উজবেকিস্তান এবং ইয়েমেন।
এদিকে ওমান, ব্রুাই ও মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার তাদের আকাশে চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে দেশটিতে রোববার শুরু হবে প্রথম রমজান। এছাড়া ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান ও বাংলদেশে শনিবার রমজান মাসের চাঁদ দেখা গেলে রোববার রোজা শুরু হবে।