ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বর্তমানে এই নায়িকা কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে অনাগত সন্তানের অপেক্ষায় প্রহর গুনছেন। একমাস পরেই রাজ-পরীর ঘরে আলোকিত করে আসবে তাদের প্রথম সন্তান।
এমন এক সময়ে স্বামীর আমন্ত্রণে সাড়া দিয়ে সিনেপ্লেক্সে এসেছেন পরীমণি। একসঙ্গে বসে দেখেছেন ঈদের সাড়া জাগানো সিনেমা ‘পরাণ’।
শনিবার (২৩ জুলাই) রাজধানীর সনি স্কয়ার সিনেপ্লেক্সে আসেন এই নায়িকা। এই প্রথমবার দর্শক সারিতে বসে স্বামীর সিনেমা দেখলেন তিনি।
এ প্রসঙ্গে পরীমণি বলেন, প্রথমবার রাজের সিনেমা দেখতে এলাম। মনে হচ্ছে আমার সিনেমা মুক্তি পেয়েছে। বেশ ভালো লাগছে দীর্ঘদিন পর দর্শক ঈদের সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহমুখী হয়েছেন। দর্শকদের কাছে অনুরোধ রেখে বলতে চাই যে, আপনারাই সিনেমার প্রাণ। তাই প্রেক্ষাগৃহে এসে বেশি বেশি সিনেমা দেখুন।
‘পরাণ’ ঈদের দিন ১১ প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দর্শক চাহিদার কারণে বর্তমানে ৫৫টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।