ঐতিহ্যবাহী হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অর্জিত লভ্যাংশ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বণ্টনের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক। একইসঙ্গে প্রতিষ্ঠানের সব ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন তমিজী হক।
আদম তমিজী হক বলেন, ‘আমি আদম তমিজী হক। হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী। আমি আমার প্রতিষ্ঠানের সকল শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা সকলের প্রতি সততা ও নিষ্ঠার সঙ্গে প্রত্যেকের দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’
‘প্রতিষ্ঠান থেকে আমি ও আমার পরিবার কখনও কোনও লভ্যাংশ গ্রহণ করি নাই, ভবিষ্যতেও করবে না। আমি ও আমার দ্বারা নির্দিষ্টকৃত আমার পরিবার প্রতিষ্ঠানের মালিক ও অভিভাবক মাত্র।’
তিনি বলেন, প্রতিষ্ঠানের দৈনিক কার্যক্রম প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার উপরে ন্যস্ত। প্রতিষ্ঠানের লাভ-ক্ষতির দায়িত্বও তাদের সকলের। আজ থেকে প্রতিষ্ঠানের লভ্যাংশ প্রতি তিন মাস অন্তর অন্তর লভ্যাংশ হারে প্রদান করা হবে।
সংশ্লিষ্ট পূর্ণ তিন মাস সময়ে যে সকল শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা চাকরিরত থাকবেন তাদের সকলের মধ্যে সমহারে মালিকের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে লভ্যাংশ প্রদান করা হবে বলে জানান হক ইন্ডাস্ট্রির এই স্বত্বাধিকারী।
পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত হক গ্রুপ এ নিয়মমাফিক চলবে বলেও জানান তমিজী হক।
দলের নীতি-আদর্শবিরোধী এবং রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আদম তমিজী হক। পাশাপাশি তাকে স্থায়ী বহিষ্কার করতে কেন্দ্রের কাছে সুপারিশ করেছে মহানগর উত্তর আওয়ামী লীগ।
এর আগে সম্প্রতি হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়ে ষড়যন্ত্র চলছে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আদম তমিজী হক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে এমন স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চান তিনি।
তিনি অভিযোগ করেন, তার প্রতিষ্ঠানের বরখাস্তকৃত চীফ অপারেশনাল অফিসার মোশফাকুর রহমান রোমেল এলাকার কিছুসংখ্যক প্রভাবশালী ব্যক্তির সহায়তায় প্রতিষ্ঠানকে ধ্বংস করার চেষ্টায় দীর্ঘদিন যাবত বিভিন্ন ষড়যন্ত্র ও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করে আসছে। ফলে ৭৬ বছরের ঐতিহ্যবাহী সকলের প্রিয় হক গ্রুপ তার বিভিন্ন অপকর্মে ধ্বংস আজ হবার দ্বারপ্রান্তে।
এ নিয়ে পরে নিজের পাসপোর্ট পুড়িয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য নিয়ে আলোচিত হন তিনি।