ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী’ না বলায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ওপর ক্ষেপেছে ইসরায়েল। বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী রিশি সুনাকের সঙ্গে বৈঠকে বিবিসির প্রতি ক্ষোভ ঝেড়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।
হারজোগ বলেছেন, ‘তিনি এই ট্র্যাজেডি সম্পর্কে উদ্দেশ্যমূলক বা উদ্দেশ্যহীন প্রতিবেদনের বিষয়টি উত্থাপন করতে চান।’
এর প্রতিক্রিয়ায় সুনাক হেসে মাথা নাড়েন।
ইসরায়েলি প্রেসিডেন্ট এর পরপর বলেন, ‘আমরা মনে করি, বিবিসি যেভাবে হামাসকে চিহ্নিত করেছে তা সত্যের বিকৃতি। আমরা বিশ্বের সবচেয়ে খারাপ সন্ত্রাসী সংগঠনের সাথে মোকাবিলা করছি এবং আমি জানি যে আপনার ও আমাদের মতো আধুনিক গণতন্ত্রে আপনি নিজে থেকে হস্তক্ষেপ করতে পারবেন না। তবে বিবিসির একটি নির্দিষ্ট সংযোগ রয়েছে এবং এটি ব্রিটিশ হিসাবে পরিচিত। সারা বিশ্বে একটি আওয়াজ হতে হবে যাতে একটি সংশোধন হয় এবং হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে সংজ্ঞায়িত করতে হবে।’
হারজোগ প্রশ্ন করেন, ‘এটি যে একটি নৃশংস সন্ত্রাসী সংগঠন তা বোঝার জন্য তাদের আর কী দেখতে হবে?” ’
প্রসঙ্গত, বিবিসি হামাসকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিতে অস্বীকার করেছে।
সুনাক প্রতিক্রিয়ায় বলেন, ‘এটি যা আমাদের তা-ই বলা উচিত – একটি সন্ত্রাসী কাজ যা, সন্ত্রাসী সংগঠন হামাস করেছে।’