হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়ক সিয়াম আহমেদ। ‘ইন দ্য রিং: স্টোরি অব অ্যা বোরকা বক্সার’ শিরোনামের এ সিনেমা পরিচালনা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতা অলকা রঘুরাম। সিনেমাটিতে সিয়ামের সহশিল্পী হিসেবে কাজ করবেন বলিউড অভিনেত্রী মিথিলা পালকার ও জাভেদ জাফেরি।
এসব তথ্য নিশ্চিত করে সিয়াম আহমেদ বলেন—‘চার মাস আগে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রোডাকশন হাউজ থেকে সিনেমাটির বিষয়ে যোগাযোগ করা হয়। এ নিয়ে কয়েক দফা তাদের সঙ্গে কথা হয়। এরপর অডিশন দিই। তিন মাস আগে আমাকে চূড়ান্ত করার বিষয়টি তারা জানান। এরপর স্ক্রিপ্ট, ক্যারেক্টার সবকিছু নিয়ে প্রতিনিয়ত আলোচনা, রিহার্সেল করছি।’
এ সিনেমা নিয়ে চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকম একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, খিদ্দারপুরের মুসলিম নারী বক্সিং সম্প্রদায়কে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার গল্প। এতে ১৭ বছর বয়েসী শামা নামে ওই বক্সারকে ঘিরে বিভিন্ন কাহিনি উঠে আসবে। এই শামা তার এক আত্মীয়কে হত্যার অভিযোগে জড়িয়ে পড়েন।
খিদ্দারপুরের মুসলিম নারী বক্সার শামার ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেছেন পরিচালক। কিন্তু এটি বায়োপিক নয়। সিয়ামের ভাষায়—‘এটা কোনো বায়োপিক বা ডকুমেন্টারি ফিল্ম না। এটা পূর্ণদৈর্ঘ্য, বাণিজ্যিক সিনেমা।’
এটি বলিউড সিনেমা নয়। ব্যাখ্যা করে সিয়াম বলেন, ‘এর পুরো আয়োজন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রোডাকশন হাউজ থেকে। শুধু শুটিং হবে ভারতে। আন্তর্জাতিক মার্কেটের জন্য এটি নির্মাণ করছেন বলে আমাকে জানানো হয়েছে।’
চলতি বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন পরিচালক। সবকিছু ঠিক থাকলে এতে রোশান চরিত্রে দেখা যাবে সিয়ামকে।