ফারুক আহমেদ
বর্তমান কানাডাতে যতগুলো বাংলাদেশী সামাজিক সংঘঠন আছেন, BCCB অন্যতম যা প্রতিষ্টিত হয়েছিল অক্টোবর ২০১৫ রিমন মাহমুদ এর নেতৃত্বে । BCCB- “The Journey of Hope” এর মূল মন্ত্র হল “Serving the Community”, যা প্রতিষ্টিত হয়েছে বিশেষ “ভিশন ও মিশন” নিয়ে এবং তা অবদান রাখবে পুরু কানাডাতে (১) ব্যাক্তি (২) পরিবার (৩) সমাজ উন্নয়ন ও (৪) সেবার মাধ্যমে বাংলাদেশী কমিউনিটিতে ।
BCCB প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তা এগিয়ে যাচ্ছে সফলতার সাথে. BCCB এখন পর্যন্ত বেশ কিছু ইনিসিটিভ নিয়েছে যার একটি হল “BCCB Matrimonial – Heavenly Match”। BCCB Matrimonial তার সেবা প্রাথমিক পর্যায়ে শুরুর দিকে শুধু মাত্র নর্থ আমেরিকাতে সীমাবদ্ধ রাখলেও, পরবর্তীতে তা প্রসারিত করে সারা বিশ্বে বাংলাদেশীদের জন্য। BCCB Matrimonial এর সাফল্যের জন্য এর ফাউন্ডার, কো ফাউন্ডার, অ্যাডমিন এবং এর দায়িত্বশীল ব্যাক্তিগন অনেক ভূমিকা রাখছেন, তার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ ।
BCCB Matrimonial প্রতিষ্ঠা ছিল রিমন মাহমুদ এবং শাইমা হাসান এর স্বপ্ন, যা প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের জুলাই মাসে, যা আজ ০১ নভেম্বর ২০২০ (মাত্র ৩ বছরে) ৩৫,০০০ সদস্যে উন্নীত হয়েছে। BCCB Matrimonial প্রতিষ্ঠার পর এর সাথে জড়িত সবাই দিন রাত অনেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে BCCB Matrimonial কে প্রতিষ্ঠিত করেছেন, দিয়েছেন তাদের মূল্যবান সময় । যার ফলশ্রতিতে বর্তমানে BCCB Matrimonial সারা বিশ্বে প্রতিটি বাংলাদেশী পিতা-মাতা এবং অভিভাবকের কাছে হয়েছে একটি বড় আশার আলো, এবং তা হতে যাচ্ছে সমস্ত দেশী – প্রবাসী বাংলাদেশিদের জন্য এক বড় ” A Journey of Hope” কিংবা একটি আশার আলো । এই প্রতিষ্ঠান সারা বিশ্বে বাংলাদেশী কমিউনিটিকে সেবা দিচ্ছে বিয়ে সাদী ব্যবস্থার মাধ্যমে ।
এক একটি সাকসেস স্টোরী এক একটি নুতন দিনের শুরু । এখন পর্যন্ত BCCB Matrimonial এর মাধ্যমে শুরু থেকে আজ আমার বিশ্বাস হাজার হাজার সফল বিয়ের কাজ সম্পন্ন হয়েছে এবং তা প্রতি মাসেই অব্যাহত রয়েছে। আমি যখন একটি সাকসেস স্টোরির গল্প দেখি, আমি মনে প্রাণে অনুভত করি সমগ্র ফোরাম জুড়ে তার আনন্দ বার্থা ।
বর্তমান বিশ্বের সব দেশেই বিভিন্ন প্রতিষ্টান Matrimonial সার্ভিস পাওয়ার জন্য কম বেশী সার্ভিস ফিস প্রদান করতে হলেও, BCCB Matrimonial এ সার্ভিস দিচ্ছে সম্পর্ণ ফ্রি অফ চার্জ। আশ্চর্যজনক হলেও সত্য এই ফোরামটা সমস্ত রীতি নীতি ভেঙে দিয়ে এগিয়ে আসছে মানুষকে সেবা করার জন্য যার বিনিময়ে প্রতিষ্ঠান একটি টাকাও নেয় না । যে কোন বাংলাদেশী বিশ্বের যে কোন প্রান্ত থেকে BCCB Matrimonial এর সার্ভিস নিতে পারবেন এবং এর জন্য তাকে কোন পয়সা দিতে হবে না । সব চেয়ে আকর্ষণীয় বিষয় হল, একজন পেরেন্টস বা ক্যান্ডিডেট BCCB Matrimonial তে একটি এডড দেওয়ার পর, খুব অল্প সময়ের মধ্যেই তিনি পেয়ে যাচ্ছেন শত শত হাই কোয়ালিফাইড ক্যান্ডিডেট এবং যা চলে আসছে তার ব্যাক্তিগত ইনবক্সে বা ইমেইলে। বাহ্ কি চমৎকার এবং কুইক সার্ভিস, তাও আবার সূম্পর্ণ ফ্রি অফ চার্জ ! যা অন্য কোন ভাবে এত তারা তারি এবং এমন কোয়ালিফাইড ক্যান্ডিডেট পাওয়া সম্ভব না!
BCCB Matrimonial এর এডমিন প্যানেল এবং দায়িত্বশীলরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন প্রতিটি বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য । তারা সার্ভিস দিচ্ছেন (১) সেই মেয়েটির জন্য, “যার বাবা মৃত্যুর আগে, বলে গিয়েছিল – বাবা ওকে দেখো ওর বিয়ের ব্যবস্থা করো”। (২) তারা কাজ করছেন সেই মায়ের জন্য যিনি বলেছিলেন,”আমার রাতে ঘুম আসে না, ছেলে-মেয়েটার বয়স বেড়ে গেল এখনও বিয়ের ব্যবস্থা করতে পারলাম না” । (৩) তারা শুনেছেন এবং অনুভব করেছেন “আমাদের সেই হাজারো দেশী ও প্রবাসী ছেলে-মেয়েদের মনের কান্না ও একাকিত্বের বেদনার কথা ” (৪) তারা কাজ করছেন সেই ডিফোর্স বোনটির জন্য, যার বিনা দোষেই হয়েছিল ডিফোর্স (৫) আজও আমার মনে পরে আপা বলেছিলেন, “আমিতো মরে যাচ্ছি, আমার ছেলে ও মেয়েটাকে দেখো, ওদের বিয়ের ব্যবস্থা করো”!
উল্লেখ্য BCCB Matrimonial কেবল অবিবাহিত ছেলে বা মেয়ের বিয়ের জন্যই ব্যবস্থা করছেন না, তারা বিয়ের ব্যবস্থা করছেন অনেক ডিভোর্স পরুষ ও মহিলার জন্য এবং অনেক সাকসেস স্টোরি ও তৈরী করেছে BCCB Matrimonial ডিভোর্সদের জন্য ।
BCCB Matrimonial তে যারা কাজ করছেন, তাদের আনন্দ হয় তখনই, “যখন তারা শুনতে পান একটি নুতন বিয়ের শুভ সংবাদ, যখন শুনতে পান কেউ নুতন ঘর বাঁধছে” । এই আনন্দ পয়সা দিয়ে পাওয়া পাওয়া যায় না । পরের মুখে হাসি ফোটানোর কি যে আনন্দ সেই বুজে, যার আছে মানবতার কল্যাণের জন্য, পরের জন্য আত্মত্যাগ করার একটি সুন্দর মন ! BCCB Matrimonial এবং এর দায়িত্বে যারা আছেন তারা সেই কাজটিই করছেন, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। তারা বিশ্বাস করেন, প্রতিটি ভাল কাজের জন্য মহান আল্লাহ তাদের পুরস্কৃত করবেন !
BCCB Matrimonial পাশেই থাকুন, একে ভালোবাসুন, এর নীতিমালা মেনে চলুন সফলতা আপনি পাবেন নিশ্চয় ।
BCCB Matrimonial এর স্বপ্নদ্রষ্টা, ম্যানেজমেন্ট, অ্যাডমিন এবং সহযোগী সবাইকে রইলো আন্তরিক ধন্যবাদ, BCCB Matrimonial আরও সামনে এগিয়ে যাবে আরও অনেক দূরে, হাসি ফোটাবে সারা বিশ্বের বাংলাদেশী কমিউনিটিকে সেই প্রত্যাশা রইল । পরিশেষে বলবো “BCCB Matrimonial তুমি জ্বালিয়েছো আশার আলো, তাইতো তোমায় মোরা বাসি এত ভালো”