ফারুক আহমেদ
বিসিসিবি মেট্রোমনি তুমি জন্মেছ কানাডায় রিমন মাহমুদ ও সায়মা হাসানের হাত ধরে আজ তুমি কত বড় হয়েছো এডমিন প্যানেলের ভাই বোনদের যত্নের মাঝে ।
জন্মেছিলে তুমি জুলাই ২০১৭ সালে ২০০ সদস্য নিয়ে এক এক করে ক্রস করিলে আজ ৮০,০০০ বাংলার বাবা-মা, ভাই-বোনদের নিয়ে ।
কত মাথার ঘাম পায়ে ফেলেছে এডমিন প্যানেলের ভাই বোনেরা তোমায় সেবা দিতে, সবার মনে আজ ভীষণ আনন্দ তোমার সফলতা দেখে !
তুমি জন্মেছিলে নর্থ আমেরিকায় বিয়ের সেবা দিতে রিমন ভাই বাড়িয়ে দিল তোমার সেবা বাংলা মায়ের সন্তানেরা যেখানেই আছে সারা বিশ্বেতে !
তুমি মুছে দিচ্ছ কত মায়ের চোখের পানি, ফোটাচ্ছো তাদের মুখে হাসি মিলিয়ে দিচ্ছো জীবন সঙ্গী হাজারো বাংলার সন্তানকে তাইতো মোদের অন্তর আজ আনন্দে নাচে।
শত কষ্ট করলেও, এডমিন প্যানেলের ভাই বোনদের নেইকো কোন দুঃখ শুনে যখন নুতন বিয়ের খবর খুশিতে ভরে যায় তাদের মুখ!
আজও মনে পরে মন্টিরিয়াল থেকে সেই মায়ের কথা বলেছিল মোদের এডমিন আপুকে “আমি তো মরে যাবো কিছুদিন পরে, যদি পারিতাম মেয়েটাকে বিয়ে দিতে তোমাদের মাধ্যমে মোর আত্মা যেন শান্তি পেতো কবরেতে গিয়ে” !
মনে পড়ে বড় আপু বলেছিল আমায়, “ভাই আমিতো যাচ্ছি মরে, যদি পারো আমার মেয়ের একটি বিয়ের ব্যবস্থা করো, আমিও করেছিলাম পন, হলো যে মোর আশা পূরণ জুলাই ২০১৯ সালে ধানমন্ডির ফোর সিজন রেস্টুরেন্টে ” ।
তাইতো রিমন ভাই বলেছিল আমায়, জীবনে ফারুক ভাই করেছেন যত ভাল কাজ এই বিয়ের ব্যবস্থা ছিল সেরা ভাল কাজ যার তুলনা নাই ।
এমনি করে এডমিন প্যানেলের ভাই বোনেরা শুনছে প্রতিদিন হাজারো বাবা মায়ের মনের আকুতি তাইতো সবাই মিলে করছে ২৪/৭ কাজ, নেই যেন কোন বিরতি !
বিসিসিবির মেট্রোমনি সদস্য আছো যারা, তাদের এবার বলি, বিসিসিবির মেট্রোমনি মতো পাবে না এমন সার্ভিস সারা দুনিয়া জুড়ে, সেটা যেন মনে রেখে আমরা সবাই বিসিসিবিতে চলি !
যদি দাও একটি বিয়ের বিজ্ঞপ্তি পাবে তুমি ডজনে ডজনে বায়োডাটা আর ছবি তোমার ইমেইল এর ঠিকানাতে, এমন কুইক আর কোয়ালিটি সার্ভিস পাবেনা এই ফ্রি অফ চার্জে সারা দুনিয়াতে !
হারিও না ধৈর্য্য কেউ, থাকো বিসিসিবি মেট্রোমনি সাথে প্রতিদিন দেখো অন্যের পোস্ট, দাও নিজের জন্য পোস্ট, যতদিন না পাও মনের মত জামাই বউ ।
বিসিসিবির মেট্রোমনি সদস্য ভাই-বোনদের করি মিনতি, করিও যতন বিসিসিবি মেট্রোমনিকে, সম্মান করো সবার পোস্ট দিও না হাহা ইমুজ, কাউকে মনে কষ্ট কমেন্টস এর মাধ্যমে !
এডমিন প্যানেলের যারা করছেন এই মহৎ কাজ, তাদের বেলায় বলি, বিধাতার কাছে আছে তোমাদের পুরস্কার, কত যে পাবে তাহার পরিমান হিসাব নাহি জানি !
যাবার আগে বলি সবারে, থাকো সবাই বিসিসিবি মেট্রোমনি সাথে কর তারে যতন, এনে দিবে বিসিসিবি মেট্রোমনি হাসি মুখ বাংলার সন্তানদেরকে যে আছো যেখানে সারা দুনিয়ার বুকে!
বিসিসিবি মেট্রোমনি কেন ভালোবাসি ? যদি দেখো তাকে অন্তর চক্ষু দিয়ে কত সুন্দর, কুইক, ফ্রি অফ চার্জ সার্ভিস দিচ্ছে বুজিতে সবই পারিবে !