মানুষ ভাবে এক হয় আরেক l এবার মহান একুশের বইমেলায় খুব ইচ্ছা ছিল আধ্যাত্মবাদের অগ্রনায়ক , সুফিবাদের অন্যতম প্রধান ধারক-বাহক মৌলানা জালাল উদ্দিন রুমির বিখ্যাত কাব্যগ্রন্থ কোলম্যান বার্কসের ইংরেজি অনুবাদ “The Essential Rumi” এর বাংলা অনুবাদ করবো l যথারীতি কাজে হাত দিয়েছিলাম কিন্তু ভাগ্যের কী বিড়াম্বনা ; আর হ’লনা ; মাঝ পথেই থামতে হলো l দূর্ঘটনা l গতমাসে বরফের উপর আছাড় খেয়ে ডান হাতটা অকেজো হয়ে গেলো ; এই হাতে খুব সামান্য কাজ করতে পারি l চিকিৎসা চলছে l মনটা অন্ধকার আচ্ছন্ন l বুঝে গেলাম এবার আর কোনো বই হচ্ছেনা l হঠাৎ বাংলাদেশ থেকে খুব ভোরে এই শীতের দেশে ফোন এলো I আমার ছোট ভাইয়ের মতন ; আমার প্রকাশক এবং আমার প্রতিনিধি লিটু সব জেনে বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ উপলক্ষে আমার সম্পাদনায় একটি প্রবন্ধ সংকলন করার প্রস্তাব দিলো I আমি আনন্দে আত্মহারা আমার আরও একটি বই হবে বঙ্গবন্ধুর ক্ষণজন্মা নেতাকে নিয়ে l যেন হাতে চাঁদ পেলাম l কাজ শুরু হয়ে গেলো l বইয়ের শিরোনাম ঠিক করলাম ‘বঙ্গবন্ধু বিশ্বমানব’ l সমসাময়িক খুব গুরুত্বপূর্ণ বাছাই করা প্রাবন্ধিকদের লেখা নিয়েই এই গ্রন্থ I আশা করি এই বইয়ের অমূল্য উপকরণ অকাট্য দলিল হিসাবে বঙ্গবন্ধুর বিজয়নিশান হয়ে ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে l মুজিবকে নিয়ে আমার লেখা একটি ছড়ার পংক্তি দিয়েই আমার কথা শেষ করি :
“ঐ আকাশে চোখ তুলে চাও- শেখ মুজিব
নদ -নদী আর সাগর জলে- শেখ মুজিব
মানচিত্রের বর্ণিল রং- শেখ মুজিব
পতাকার লাল সূর্য- শেখ মুজিব”