বাংলাদেশি-কানাডিয়ান নতুন প্রজন্মকে বাংলাদেশের জাতীয় দিবসগুলিতে সম্পৃক্ত করার একটি ব্যতিক্রমী ভাবনা থেকে ২৫ মার্চ আমাদের স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিসিসিএস সেন্টারে অনুষ্ঠিত হবে “Youth Reflections On Liberation And Change “।
এই অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনার সাথে যুক্ত রয়েছে বাংলাদেশি-কানাডিয়ান নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা। এই অনুষ্ঠানটির মাধ্যমে স্বাধীনতার ৫২ বছর পর বাংলাদেশি-কানাডিয়ান ডায়াসপোরার ক্ষেত্রে নতুন প্রজন্মের দৃষ্টিতে এবং চিন্তা-ভাবনায় বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস কিভাবে প্রতিফলিত হচ্ছে তা তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস থাকবে।
আসুন, আমরা আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে যুক্ত করার অনুপ্রেরণা যোগাই, তাদের উৎসাহিত করি। আমাদের দায়বদ্ধতার জায়গাটাকে আরো প্রসারিত করি।
আপনাদের সবার উপস্থিতি নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। বাংলাদেশের ইতিহাস বেঁচে থাকুক আমাদের নতুন প্রজন্মের মাঝে।