বিদেশ থেকে দেশে ফিরে আসা সিরীয় শরণার্থীরা নিরাপত্তা বাহিনীর হাতে আটক, গুম ও নির্যাতনের শিকার হচ্ছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ কথা জানিয়েছে। একই সঙ্গে সংস্থাটি সতর্ক করে বলেছে, সিরিয়া এখনো প্রত্যাবাসনের জন্য নিরাপদ নয়।
অ্যামনেস্টির ‘ইউ আর গোয়িং টু ইউর ডেথ’ শিরোনামের রিপোর্টে ২০১৭ সাল থেকে দেশে ফেরা ১৩ শিশুসহ ৬৬ জন সিরীয়র বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর একের পর এক হয়রানির চিত্র তুলে ধরে বলেছে, এসব বিষয় এটাই প্রমাণ করে যে দেশটি এখনো প্রত্যাবাসনের জন্য নিরাপদ নয়। সংস্থাটি আরো বলছে, সিরিয়ার গোয়েন্দা কর্মকর্তারা ফিরে আসা নারী, শিশু ও পুরুষদের বেআইনিভাবে আটক, নির্যতন এবং ধর্ষণ ও যৌন হয়রানিসহ নানা ধরনের হয়রানি করছে।
সংস্থা আটক অবস্থায় মারা যাওয়া পাঁচটি ঘটনার কথাও তুলে ধরেছে। এছাড়া গুম হওয়া আরো ১৭ জনের ভাগ্যে কী ঘটেছে, তাও এখনো অজানা বলে উল্লেখ করেছে। অ্যামনেস্টি নিরাপত্তা বাহিনীর যৌন হয়রানির ১৪টি ঘটনা তুলে ধরে।
এর মধ্যে সাতটি ধর্ষণের ঘটনাও রয়েছে। সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর ৬৬ লাখেরও বেশি লোক দেশ ছাড়ে। বেশির ভাগই তুরস্ক ও লেবাননের মতো প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয়। কিন্তু সম্প্রতি ডেনমার্ক, সুইডেন ও তুরস্ক দেশে ফিরে যাওয়ার জন্য শরণার্থীদের চাপ দেওয়া শুরু করেছে। এর ফলে কিছু কিছু সিরীয় শরণার্থী দেশে ফিরে যেতে বাধ্য হয়।