৭ থেকে ১১ বছর বয়সি শিশুদের ওপর সিরাম ইনিস্টিটিউটকে করোনার টিকার ট্রায়াল চালানোর অনুমতি দিয়েছে ভারতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাভ্যাক্সের পক্ষে এই ট্রায়াল চালাবে সিরাম। রোববার বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে।
১৪০ কোটি মানুষের দেশ ভারতে ইতোমধ্যে ৮৭ লাখ প্রাপ্তবয়স্ককে করোনার টিকা দেওয়া হয়েছে।
ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের বিশেষজ্ঞ প্যানেল বলেছে, ‘বিস্তারিত আলোচনার পর, কমিটি প্রোটোকল অনুসারে ৭ থেকে ১১ বছর বয়সী শিশুদের তালিকাভুক্তির অনুমতি দেওয়ার সুপারিশ করেছে।’
সিরাম ইনিস্টিটিউট ইতোমধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সীদের ওপর নোভাভ্যাক্সের টিকার ট্রায়াল চালাচ্ছে। স্থানীয়ভাবে উৎপাদিত টিকাটির নাম দেওয়া হয়েছে কোভোভ্যাক্স। তবে এটি এখনও ভারতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমোদন পায়নি।
সিরাম ইনিস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালা জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে ১৮ বছরের কম বয়সীদের টিকার অনুমোদন পাওয়া যাবে।